শুক্রবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

“চ্যাটজিপিটি দিয়েই লগইন সুবিধা আনছে ওপেনএআই”

Screenshot

প্রযুক্তির দুনিয়ায় নতুন সম্ভাবনার দ্বার খুলছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটি-এর মাধ্যমে এবার তৃতীয় পক্ষের অ্যাপ ও সেবায় সাইন ইন বা লগইনের সুযোগ আনতে যাচ্ছে ওপেনএআই। সম্প্রতি ওপেনএআই তাদের একটি ওয়েবপেজে জানিয়েছে, তারা ‘Sign in with ChatGPT’ নামের একটি ফিচার চালু করার পরিকল্পনা করছে। এটি হবে এমন একটি লগইন সুবিধা, যা ব্যবহারকারীদের তাদের ওপেনএআই অ্যাকাউন্ট দিয়েই তৃতীয় পক্ষের অ্যাপে প্রবেশ করতে দেবে। অর্থাৎ, ভবিষ্যতে আপনি কোনো শপিং অ্যাপ, সোশ্যাল মিডিয়া কিংবা ব্যক্তিগত সফটওয়্যারে আলাদা অ্যাকাউন্ট খুলতে না চাইলেও চ্যাটজিপিটির মাধ্যমে সাইন ইন করতে পারবেন।

এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা আলাদা করে অ্যাকাউন্ট তৈরি না করেও বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইটে ওপেনএআই অ্যাকাউন্ট ব্যবহার করে প্রবেশ করতে পারবেন—যেমনটি বর্তমানে গুগল, অ্যাপল বা মাইক্রোসফটের লগইন সেবার ক্ষেত্রে দেখা যায়।
ওপেনএআই-এর লক্ষ্য হলো ব্যবহারকারীর পরিচয় ব্যবস্থায় নতুন একটি বিকল্প তৈরি করা, যা সহজ, দ্রুত ও নিরাপদ। ভবিষ্যতে ই-কমার্স, সামাজিক যোগাযোগ মাধ্যম, শিক্ষা কিংবা প্রোডাকটিভিটি টুল—সব জায়গায় এই ফিচার ব্যবহারের সুযোগ থাকছে।

প্রযুক্তি বিষয়ক খ্যাতনামা সাইট টেকক্রাঞ্চ জানায়, চ্যাটজিপিটি বর্তমানে প্রায় ৬০ কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারী নিয়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় কনজ্যুমার অ্যাপ। এই বিশাল ব্যবহারকারী ভিত্তিকে কেন্দ্র করেই ওপেনএআই পরিচয় যাচাই ব্যবস্থায় প্রবেশ করতে চায়।
যদিও ফিচারটি এখনো সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু হয়নি, তবে ডেভেলপারদের জন্য এর একটি প্রাথমিক সংস্করণ (প্রিভিউ) ইতিমধ্যে উন্মুক্ত করা হয়েছে। ওপেন সোর্স কোডিং টুলে প্রথমবারের মতো এই ফিচারটি যুক্ত করা হয়েছে।
এখানে ফ্রি, প্লাস ও প্রো ব্যবহারকারীরা তাদের চ্যাটজিপিটি অ্যাকাউন্টের সঙ্গে API অ্যাকাউন্ট সংযুক্ত করতে পারছেন। ডেভেলপারদের উৎসাহিত করতে প্লাস ব্যবহারকারীদের জন্য ৫ ডলার API ক্রেডিট এবং প্রো ব্যবহারকারীদের জন্য ৫০ ডলার API ক্রেডিট প্রণোদনা হিসেবে দেওয়া হচ্ছে।
এই উদ্যোগের মাধ্যমে ওপেনএআই সরাসরি প্রবেশ করছে গুগল, অ্যাপল ও মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্টদের প্রতিযোগিতার ময়দানে, যারা ইতিমধ্যে তাদের নিজস্ব ‘সাইন ইন’ ফিচারের মাধ্যমে বিশ্বব্যাপী কোটি কোটি ব্যবহারকারীর লগইন সুবিধা দিচ্ছে।

ওপেনএআই এখনো জানায়নি ঠিক কবে এই ফিচারটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে। তবে ধারণা করা হচ্ছে, ২০২৫ সালের মধ্যেই এটি বড় পরিসরে চালু হতে পারে। তবে এখনো প্রতিষ্ঠানটি নিশ্চিত করেনি ঠিক কতগুলো তৃতীয় পক্ষের অ্যাপ বা প্রতিষ্ঠান তাদের সঙ্গে এই ফিচার সংযুক্ত করতে চায়।
ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান ২০২৩ সালেই এই পরিকল্পনার ইঙ্গিত দিয়েছিলেন, এবং বর্তমান বাস্তবতায় সেই পরিকল্পনার বাস্তব রূপ স্পষ্ট হতে শুরু করেছে।
চ্যাটজিপিটির ‘সাইন ইন’ ফিচার বাস্তবায়িত হলে শুধু এআই প্রযুক্তির ক্ষেত্রেই নয়, বরং ব্যক্তিগত পরিচয়, নিরাপত্তা ও ডেটা ব্যবস্থাপনায় একটি নতুন যুগের সূচনা হবে বলে প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন। এখন অপেক্ষা শুধু—এই যুগান্তকারী প্রযুক্তি সাধারণ ব্যবহারকারীদের হাতে পৌঁছানোর।

[print_link]