শুক্রবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিসিবির নতুন সভাপতি হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল

Screenshot

বিসিবির নতুন সভাপতি হচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল।
গতকাল রাতেই ফারুক আহমেদের বিসিবির পরিচালকের পদ বাতিল করে এনএসসি (জাতীয় ক্রীড়া পরিষদ)। একই সঙ্গে বিসিবির সভাপতির পদও চলে যায় তাঁর। কারণ বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বিসিবি সভাপতি হতে হলে বিসিবি পরিচালক পদ থাকতে হয়। এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে জানা গেছে, ফারুক আহমেদের অপসারণের পর বিসিবি সভাপতির শূন্য পদে আজ দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

তার আগে আমিনুল ইসলামের পরিচালক পদে তো আসীন হতে হতো, সেটির আনুষ্ঠানিকতাও শেষ হয়ে গেছে আজ বিকেলে। গতকাল রাতে এনএসসি ফারুক আহমেদের পরিচালক পদ কেড়ে নেওয়ার সময়ই শোনা যায়, আমিনুল ইসলামকে পরিচালক পদে নিয়োগ দিচ্ছে এনএসসি। কাল রাতে নতুন করে কাউন্সিলর হিসেবে নিয়োগ দেওয়ার পর আজ বিকেলে আমিনুল ইসলামকে পরিচালক হিসেবে নিয়োগের ঘোষণা বিবৃতি দিয়ে জানিয়েছে এনএসসি।

এরপর আজ বিকেলেই বিসিবিতে যান আমিনুল ইসলাম বুলবুল, সেখানে বিসিবি পরিচালকদের সভা এখনো শেষ হয়নি। তবে জানা গেছে, এই বোর্ড সভায়ই বাংলাদেশের প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির সভাপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বোর্ডের পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দুই জন পরিচালক মনোনীত করা যায়। গতকাল রাতে জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের মনোনয়ন প্রত্যাহার করায় দুই পদের একটি শূন্য হয়। সেই শূন্য পদের বিপরীতে আজ আমিনুল ইসলাম বুলবুলকে জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক হিসেবে মনোনয়ন দেয়া হয়। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত আরেক জন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। তবে সেই দায়িত্ব এক বছর আগেই হারিয়ে বসেন ফারুক আহমেদ। যার নেপথ্যে তাঁর বিরুদ্ধে বিসিবির ৮ পরিচালকের অনাস্থা জানানো চিঠি ও বিপিএলে অনিয়মকে ঘিরে গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন বলে কাল তাঁকে অপসারণের আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে এনএসসি

[print_link]