শুক্রবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পোপাদিয়ায় কলেজ ছাত্র ইনজামুল হক বাবুর আত্মহত্যা।

সংবাদ বিস্তারিত:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৬ নম্বর পোপাদিয়া ইউনিয়নে কলেজ পড়ুয়া ছাত্র ইনজামুল হক বাবু নিজ বাড়িতে আত্মহ*ত্যা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইনজামুল হক বাবু পোপাদিয়া ইউনিয়নের মেম্বার শেখ নূর মোহাম্মদের ভাইপো। পরিবার এবং প্রতিবেশীদের শোকাচ্ছন্ন পরিবেশে জানানো হয়, বাবুর আচরণে গত কিছুদিন ধরে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছিল। তবে তার আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য।

থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

[print_link]