শুক্রবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

“মইজ্জ্যারটেক বাজারে উট দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়”

চট্টগ্রাম, মইজ্জ্যারটেক:
ঈদুল আজহা সামনে রেখে চট্টগ্রামের মইজ্জ্যারটেক পশুর হাটে দেখা মিলেছে বিরল এক চিত্র—উট! আর সেই উট দেখতেই বাজারে উপচে পড়া ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। পশু কেনাবেচার পাশাপাশি একঝলক উট দেখার জন্যও হাটে ভিড় করছেন নানা বয়সের মানুষ।

বুধবার (২৯ মে) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারের নির্দিষ্ট একটি স্থানে বিশাল আকৃতির দুটি উট দড়িতে বাঁধা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সাথে মালিকপক্ষ উটের পরিচর্যা ও প্রদর্শনীতে ব্যস্ত। উট দুটির গায়ে বিশেষ সাজসজ্জা করা হয়েছে, যা দর্শনার্থীদের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে।

স্থানীয় এক ব্যবসায়ী জানান, “প্রতিবার কোরবানির হাটে নানা ধরনের গরু-মহিষ আসে, কিন্তু এবার প্রথমবারের মতো এই বাজারে উট এসেছে। এমন জিনিস তো আর রোজ রোজ দেখা যায় না, তাই সবাই দেখতে আসছে।”

হাট কর্তৃপক্ষ জানায়, সৌদি আরব ও দুবাইয়ের আদলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষভাবে প্রশিক্ষিত ও সুসজ্জিত এই উটগুলো আনা হয়েছে। প্রতিটি উটের দাম চাওয়া হচ্ছে প্রায় ৩০ লাখ টাকা।

হাটে আগত এক দর্শনার্থী বলেন, “উট তো টেলিভিশনে দেখি। সামনে থেকে দেখা বা ছুঁয়ে দেখার সুযোগ আগে হয়নি। বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে। ছবি তুলছে, ভিডিও করছে।”

তবে অতিরিক্ত ভিড়ের কারণে বাজারে শৃঙ্খলা রক্ষায় হাট কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি হাটের নিজস্ব নিরাপত্তাকর্মীরাও দায়িত্ব পালন করছেন।

উট দেখার এই ব্যতিক্রমী অভিজ্ঞতা হাটে যেন নতুন এক উৎসবের আমেজ এনে দিয়েছে।

[print_link]