শুক্রবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজা পরিস্থিতি নিয়ে ডাচ সরকারের বিরুদ্ধে হাগে বিশাল বিক্ষোভ

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধে ব্যর্থতার প্রতিবাদে নেদারল্যান্ডসের হাগ শহরে প্রায় দেড় লাখ মানুষ অংশ নেন এক বিশাল বিক্ষোভে।

বিক্ষোভের আয়োজনে ছিলেন:

  • 🕊️ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
  • 👶 সেভ দ্য চিলড্রেন
  • 🏥 ডক্টরস উইদাউট বর্ডার্স

📢 বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল:

“চুপ থাকতে হয় তখন, যখন শিশুরা ঘুমায় – তাদের মৃত্যুর সময় নয়”

এই বিক্ষোভ ডাচ সরকারের উপর চাপ সৃষ্টি করেছে যেন তারা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য কার্যকর অবস্থান গ্রহণ করে।

[print_link]