গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধে ব্যর্থতার প্রতিবাদে নেদারল্যান্ডসের হাগ শহরে প্রায় দেড় লাখ মানুষ অংশ নেন এক বিশাল বিক্ষোভে।
বিক্ষোভের আয়োজনে ছিলেন:
- 🕊️ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
- 👶 সেভ দ্য চিলড্রেন
- 🏥 ডক্টরস উইদাউট বর্ডার্স
📢 বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল:
“চুপ থাকতে হয় তখন, যখন শিশুরা ঘুমায় – তাদের মৃত্যুর সময় নয়”
এই বিক্ষোভ ডাচ সরকারের উপর চাপ সৃষ্টি করেছে যেন তারা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য কার্যকর অবস্থান গ্রহণ করে।