শুক্রবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে একদিনের ব্যবধানে করোনা সংক্রমণ বেড়ে দ্বিগুণ

চট্টগ্রামে একদিনের ব্যবধানে দ্বিগুণ হয়েছে করোনা রোগীর সংখ্যা। গতকাল শনিবার পর্যন্ত চট্টগ্রামে ৯ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হলেও গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে আরও ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

 

 

চট্টগ্রামের বিভিন্ন রোগ নিরূপণ কেন্দ্রে ১৫০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে চট্টগ্রামে ১৮ জনের শরীরে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৮ জন চট্টগ্রাম মহানগরীর। অপরজন পটিয়া উপজেলার বাসিন্দা।

এদিকে করোনার সংক্রমণ বাড়লেও মানুষের মধ্যে মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মানার প্রবণতা দেখা যাচ্ছে না। নতুন করে করোনার সংক্রমণ ঠেকাতে জনসাধারণকে ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়ার পাশাপাশি মাস্ক পরার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

[print_link]