চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের চডিহালদা এলাকায় পারিবারিক বিরোধের জেরে দেবরের ছুরিকাঘাতে ভাবি নিহত হয়েছেন। নিহত নারীর নাম ফেরদৌস আরা, তিনি স্থানীয় বাসিন্দা লোকমানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (তারিখ উল্লেখ করা যায়) দুপুরে কথাকাটাকাটির এক পর্যায়ে দেবর তার ভাবিকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ফেরদৌস আরা। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত দেবরকে আটকের চেষ্টা চালাচ্ছে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।