ঢাকার পর চট্টগ্রামেও নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় তিনজন রোগী শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম। সংক্রমণ ঠেকাতে আবার মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলাসহ নানা পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।
জেলা সিভিল সার্জন জানান, আজ মঙ্গলবার চট্টগ্রামের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে এক রোগীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে মা ও শিশু হাসপাতালে আরও দুজন রোগী শনাক্ত হন।
জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, করোনা মোকাবিলায় নতুন করে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইসোলেশন হাসপাতাল নির্ধারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর চট্টগ্রামে এটি প্রথম করোনা রোগী শনাক্তের ঘটনা। এর আগে শেষ কবে করোনা রোগী শনাক্ত হয়েছিল, সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য নেই।
সূত্র আরও জানায়, চট্টগ্রামে কোভিড শনাক্ত করার কিটের সংকট রয়েছে। সরকারি আরটি-পিসিআর ল্যাবে এখন কিট নেই। শনাক্তের কিট কেবল বেসরকারি হাসপাতালগুলোয় রয়েছে।





