শুক্রবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিএমপি’র চান্দগাঁও থানার বিশেষ অভিযানে সিএমপি অধ্যাদেশ ০২ জন আসামী গ্রেফতার

সিএমপি’র চান্দগাঁও থানার বিশেষ অভিযানে সিএমপি অধ্যাদেশ ০২ জন আসামী গ্রেফতার

অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই/হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ ইং ০৫/০৬/২০২৫ তারিখ রাত ০১:০৫ ঘটিকার সময় চান্দঁগাও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী ০১। মোঃ মিরাজুল ইসলাম (২৭), পিতা-মৃত আব্দুর রশিদ, মাতা-পারুল বেগম, স্থায়ী-১ চর চান্দ্রিয়া, থানা-সোনাগাজী, জেলা-ফেনী, স্থায়ী-২ টেইটং, খুন্না ভিটা, প্রেম বাজার, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-মৌলভী পুকুর পাড়, রিয়াজ উদ্দিন উকিল সড়ক, ইদ্রিস কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০২। মোঃ সাকিব (১৯), পিতা-মৃত আলা উদ্দিন, মাতা-মোছাঃ জেসমিন আক্তার, সাং-কতারহাট, আর্দশগ্রাম, ১নং ওয়ার্ড, থানা-লালমোহন, জেলা-ভোলা, বর্তমানে-মৌলভী পুকুর পাড়, গাবতলা, এরশাদ কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করা হয়।

[print_link]