রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

পাকিস্তানের দল থেকে বাবর-রিজওয়ানের পর বাদ পড়লেন শাহিনও

নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছিলেন দুই অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। এবার বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাবর-রিজওয়ানের পর বাদ পড়লেন শাহিন আফ্রিদিও।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বুধবার (২১ মে) ১৬ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলটির নেতৃত্বে থাকছেন সালমান আলি আঘা।

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলার কথা ছিলো পাকিস্তানের। তবে ভারত-পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতির কারণে পিএসএল পিছিয়ে যাওয়া ও নিরাপত্তা সংকটে তৈরি হয় অনিশ্চয়তা। পরে সিরিজটি দুই বোর্ডের সমঝোতায় নামিয়ে আনা হয় তিন ম্যাচে।

[print_link]