শুক্রবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সেকশন-১১ এ নির্মম ডাকাতি: স্বামী-স্ত্রীকে জবাই, বাচ্চাদের জিম্মি করে পালানোর চেষ্টা!

আজ দুপুরে রাজধানীর সেকশন-১১, ব্লক-বি-তে ভয়াবহ হামলা চালায় একদল অস্ত্রধারী ডাকাত—তাদের নির্মমতার শিকার হয় এক দম্পতি; আতঙ্কে কাঁপছে পুরো এলাকা।

বিস্তারিত সংবাদ: এ এস, আরিফুল ইসলাম

আজ, ২৮ মে দুপুর ২:৩০ টায়, রাজধানীর সেকশন-১১, ব্লক-বি, রোড-১২, লাইন-১২ এলাকার একটি বাসায় একদল সশস্ত্র ডাকাত হামলা চালায়। ভয়াবহ এই ঘটনার সময় বাসার কর্তা ও গৃহিণী ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে, তারা নির্মমভাবে স্বামী-স্ত্রী দুজনকেই জবাই করে হত্যা করে।

আরো হৃদয়বিদারক বিষয় হলো—এই মর্মান্তিক ঘটনা ঘটেছে তাদের ৩ শিশু সন্তানের সামনেই। ছোট ছোট তিনটি প্রাণের সামনে তাদের বাবা-মাকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়।

স্থানীয় বাসিন্দারা চিৎকার ও হাহাকার শুনে দ্রুত পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা তিন শিশুকে জিম্মি করে পালানোর চেষ্টা করে। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে, কারণ বাচ্চাদের জীবন ঝুঁকিতে থাকায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো সরাসরি অভিযানে যেতে পারছিল না।

ঘটনাস্থলে এখন পুলিশ, র‍্যাব, ডিবি ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন। তারা শিশুদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টায় নিয়োজিত আছেন।

এই নৃশংস ঘটনায় পুরো এলাকা স্তব্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ ক্ষোভে ফেটে পড়ছে। সবাই একবাক্যে বলছেন—“এই মানুষরূপী দানবদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে আর কোনো শিশুর সামনে তার মা-বাবাকে জবাই না করা হয়।”

আইনশৃঙ্খলা বাহিনী আশা করছে খুব দ্রুত সময়ের মধ্যে জিম্মিদের নিরাপদে উদ্ধার করা যাবে এবং অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। তবে এখন পুরো দেশের মানুষের একটাই দাবি—এই হত্যাকাণ্ডের যেন দ্রুত বিচার হয়।

[print_link]