শুক্রবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

যেই দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবের মাথায় প্র’স্রা”ব করেছে সেই দেশে আমি আর বাঁ”চতে চাই না: কাদের সিদ্দিকী

মুক্তিযুদ্ধের কিংবদন্তি ও কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন- যে দেশের জন্য নিজের জীবন ঝরিয়েছি সেই দেশে আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মাথায় প্রস্রাব করেছে এরপর আমি আর বাঁচতে চাই না। আপনারা প্রার্থনা করুন আমার পিতার পায়ের নিচে যেন আমার কবরের জায়গা হয়। এই দেশটা যেন মানুষের দেশ হয়। আমি আমার জীবদ্দশায় দেখে গেলাম না পরবর্তী প্রজন্ম যেন শান্তিতে সুখে স্বাধীন দেশের নাগরিকের মত থাকে। কৃষক শ্রমিক জনতালী সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম তাঁর স্ত্রী নাসরিন সিদ্দিকীর জানাযা নামাজের

আগে এসব কথা বলেন। রবিবার(৮জুন) বাদ আছর কালিহাতি উপজেলার ছাতিহাটি গ্রামে খেলার মাঠে জানাযা শেষে পারিবারির কবরস্থানে নাসরিন সিদ্দিকীর লাশ দাফন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক মন্ত্রী আবুল হাসান চৌধুরী (কায়সার), সাবেক উপজেলা চেয়ারম্যান আজাদ সিদ্দিকী, কাদের সিদ্দিকীর পুত্র দ্বীপ সিদ্দিকী প্রমূখ।

[print_link]