শুক্রবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নানুপুর বাজারে জলাবদ্ধতা: দোকানপাটে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজারে আজ ভোর থেকে টানা বৃষ্টির কারণে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। বাজারের বিভিন্ন সড়ক পানিতে ডুবে গেছে, ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে।

বাজারের অসংখ্য দোকানের মধ্যে পানি ঢুকে পড়েছে, ফলে ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। দোকানদাররা জানিয়েছেন, হঠাৎ করে পানি উঠে যাওয়ায় অনেক মালামাল নষ্ট হয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা নাজুক থাকার কারণেই প্রতি বছর বর্ষায় এমন দুর্ভোগ পোহাতে হয়। তারা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা ও স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

[print_link]