রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ট্রেনের আগাম টিকিট: আধা ঘণ্টায় হিট ৩০ লাখ

ঈদে ট্রেনে বাড়ি ফিরতে আগ্রহীরা বুধবার (২১ মে) অগ্রিমভাবে ৩১ মের টিকিট সংগ্রহ করেছেন। সকাল ৮টায় পশ্চিমাঞ্চল রেলের টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়।কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, আগাম টিকিট বিক্রির প্রথম দিনের প্রথম ৩০ মিনিটে রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে মোট ৩০ লাখ হিট করেছেন টিকিট প্রত্যাশীরা। আর সকাল ৯টা পর্যন্ত ঢাকাসহ সারাদেশে বিক্রি হয়েছে প্রায় ১০ হাজারের বেশি আসনের টিকিট।

তবে কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের সুবিধার্থে অনলাইনে টিকিট কাটার জন্য ভেন্ডিং মেশিন বসানো হলেও বন্ধ রয়েছে মেশিন। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিটি মেশিনেই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

১ মে থেকে যাত্রা শুরুর ১০ দিন আগে আজ আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করা শুরু হয়েছে। সে হিসেবে পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তঃনগর ট্রেনের ৩১ মের অগ্রিম টিকিট সকাল ৮টায় বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

আরও পড়ুন: ট্রেনে ঈদযাত্রা: অগ্রিম টিকিট কাটবেন যেভাবে

কোন তারিখে ট্রেনের কোন টিকিট

ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে তারিখের টিকিট বিক্রি হবে ২১ মে; ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে; ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে; ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের টিকিট বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে।

ঈদের পরে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে। ওইদিন ৯ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে। এছাড়া ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রিম টিকিট ৫ জুন পাওয়া যাবে।

রেলওয়ের ওয়েবসাইট থেকে সহজেই যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে রেলওয়ের ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করলেই চলবে। যারা আগে রেজিস্ট্রেশন করেছেন, তারা শুধুমাত্র লগইন করেই টিকিট সংগ্রহ করতে পারবেন।

[print_link]