শুক্রবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চকবাজার উর্দু গলি থেকে কাপাসগোলা পর্যন্ত জনদুর্ভোগ চরমে!

চকবাজার উর্দু গলি থেকে কাপাসগোলা পর্যন্ত জনদুর্ভোগ চরমে।

একটানা বৃষ্টিতে চট্টগ্রাম শহরের নিম্নাঞ্চলগুলো হাঁটু পানিতে তলিয়ে গেছে। চকবাজারের উর্দু গলি থেকে শুরু করে কাপাসগোলা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাস্তায় হাঁটতে গেলে ঘোলা পানি, নাকের ডগায় দুর্গন্ধ – পুরো এলাকাজুড়ে যেন পানির রাজত্ব!

👞 রাস্তায় চলাচল দুর্বিষহ:

স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে কর্মস্থলে রওনা দেওয়া মানুষ—সবাই ভোগান্তির শিকার। রিকশা ও সিএনজি চলাচল প্রায় বন্ধ। বাধ্য হয়ে অনেকে ভিজেই হাঁটছে।

🏠 বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে:

কাপাসগোলার অনেক নিচু বাসায় ইতিমধ্যে পানি ঢুকে গেছে। রান্নাঘর থেকে শোবার ঘর পর্যন্ত জলমগ্ন।

🎙️ স্থানীয়দের অভিযোগ:

“প্রতিবছর বৃষ্টি হলেই এমন হয়, ড্রেনেজ ব্যবস্থা ঠিক নেই। কতবার বলেছি—কেউ শোনে না!” — এমন অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

🏛️ সিটি কর্পোরেশনের করণীয় কোথায়?

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে এই জলাবদ্ধতা রূপ নিতে পারে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিতে। পানিবন্দি জনজীবনকে স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের উদ্যোগ দাবি করছেন স্থানীয়রা।

[print_link]