উত্তর গাজার ধ্বংস্তুপের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ছোট্ট মেয়ে জানা। তার পরনে গোলাপী সোয়েটার। কিন্তু সে ঠিকমতো হাঁটতে পারছে না, কারণ তার দুই হাতে পানিভর্তি বালতি। শীর্ণ হাতদুটো সেই ভার বহতে পারছে না। কিন্তু তারপরও তাকে বাড়ি ফিরতে হবে। এভাবেই প্রতিদিন পরিবারের সদস্যদের জন্য খাবার ও পানি সংগ্রহের যুদ্ধে নামে ১২ বছরের জানা মোহাম্মদ।
