গতকাল (শনিবার) গভীর রাত আনুমানিক ২টা সময় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বখতিয়ার ঘাট, লক্ষণাবন্ধ এলাকায় ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। টানা ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়ে প্রাণ হারান একই পরিবারের চারজন সদস্য।
মৃতরা হলেন—মোঃ রিয়াজ উদ্দিন (৫০), তার স্ত্রী রহিমা বেগম (৩৩), মেয়ে সামিয়া খাতুন (১৪) ও ছেলে আব্বাস আলী (৯)।
ঘটনার খবর পেয়ে রাতেই উদ্ধার অভিযানে নামে সিলেট দক্ষিণ ফায়ার সার্ভিস। ফায়ার স্টেশনের ইনচার্জ জনাব টিটব সিকদারের নেতৃত্বে চালানো হয় উদ্ধার কার্যক্রম। দীর্ঘ চেষ্টার পর রাতেই চারজনের মরদেহ উদ্ধার করে স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় ঘরের সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ পাহাড় ধসে ঘরের ওপর পড়ে মাটিচাপা পড়ে যায় পুরো পরিবারটি।