শুক্রবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে পরিত্যক্ত টয়লেটের গর্তে মোবাইল তুলতে গিয়ে চার যুবকের মর্মান্তিক মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মাত্র একটি মোবাইল ফোন তুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন চার যুবক। বৃহস্পতিবার (তারিখ উল্লেখ করুন) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, রানা নায়েক (১৭) নামে এক যুবকের ব্যবহৃত মোবাইল ফোন একটি পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যায়। ফোনটি তুলতে রানা প্রথমে গর্তে নামে। কিছুক্ষণের মধ্যেই সে অচেতন হয়ে পড়ে আর উপরে ওঠেনি।

রানাকে বাঁচাতে একে একে গর্তে নামে তার তিন বন্ধু—শ্রাবন নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। কিন্তু তারাও একে একে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন এবং প্রাণ হারান।

দুর্ঘটনার খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শুরু হয় আহাজারি। একসাথে চার যুবকের মৃত্যুতে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা চালানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিত্যক্ত টয়লেটের গর্তে জমে থাকা বিষাক্ত গ্যাসেই এই দুর্ঘটনা ঘটেছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম শোক ও আতঙ্ক বিরাজ করছে।

বিশেষজ্ঞরা পরিত্যক্ত সেপটিক ট্যাংক বা টয়লেটের গর্তে কখনোই সুরক্ষা ব্যবস্থা ছাড়া না নামার পরামর্শ দিয়েছেন, কারণ সেখানে প্রাণঘাতী গ্যাস জমে থাকতে পারে যা মুহূর্তেই প্রাণ কেড়ে নিতে পারে।

[print_link]