চট্টগ্রাম মহানগরে পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত শোক র্যালিগুলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
আজ রবিবার, ৬ জুলাই ২০২৫ (১০ মহররম ১৪৪৭ হিজরি), বিকেল ৩টা থেকে নগরীর ওয়ার্লেস ৪নং লেইন, আমবাগান এলাকা থেকে প্রধান শোক মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর টাইগারপাস, কদমতলী, স্টেশন রোড, নিউ মার্কেট মোড়, কোতোয়ালী মোড়, লালদিঘী, সিনেমা প্যালেস, নন্দনকানন, ডিসি হিল, লাভলেইন, কাজির দেউরী, আলমাস সিনেমা হল, ওয়াসা মোড়, জিইসি মোড় ও জাকির হোসেন রোড প্রদক্ষিণ করে পুনরায় ওয়ার্লেস ৪নং লেইনে গিয়ে শেষ হয়।
এছাড়াও নগরীর বিভিন্ন এলাকা থেকে আসা অন্যান্য শোক মিছিলগুলোও গুরুত্বপূর্ণ সড়কগুলো অতিক্রম করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
শোক র্যালিগুলোর নিরাপত্তায় সিএমপি’র বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ পয়েন্টে ছিল সিসিটিভি ও ড্রোন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা।
পবিত্র আশুরা ও শোকের তাৎপর্য
১০ মহররম, পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য একটি গভীর শোক ও তাৎপর্যময় দিন। এই দিনে কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.) ও তাঁর পরিবারবর্গ শাহাদাত বরণ করেন। শিয়া সম্প্রদায় এ দিনটি গভীর শ্রদ্ধা ও শোকের মাধ্যমে স্মরণ করে থাকে, যার অংশ হিসেবে আয়োজিত হয় তাজিয়া মিছিলসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা।