শুক্রবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের দাবিতে চলমান শিক্ষার্থী আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। একইসঙ্গে শিক্ষার্থীদের আগামীকাল রবিবার (২২ জুন) বেলা ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।শনিবার (২১ জুন) একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী এ ঘোষণা দেওয়া হয়। পরে কলেজ প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান অচলাবস্থা নিরসনে এবং শিক্ষাপরিবেশ স্বাভাবিক করার স্বার্থে এমবিবিএস কোর্সের একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হলো। তবে পেশাগত পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এই নির্দেশনার বাইরে থাকবেন।

এর আগে সকাল থেকে নিরাপদ আবাসন ও শিক্ষা ভবনের সংস্কারের দাবিতে কলেজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একাডেমিক ভবন ও আবাসন ভবনগুলোর অবকাঠামোগত অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে ফজলে রাব্বি হলসহ দুটি ছাত্র হল ব্যবহারের অনুপযোগী এবং ছাত্রী হলের সিলিং খসে পড়ছে—যা যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা বারবার লিখিত ও মৌখিকভাবে প্রশাসনকে বিষয়টি অবহিত করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা আরও বলেন, সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তারা শ্রেণিকক্ষে ফিরবেন না।

শিক্ষার্থীরা দ্রুত আবাসন সমস্যার স্থায়ী সমাধান এবং বাজেটে এই খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবি জানান।

আন্দোলনকারীদের জানান, শিক্ষা ও নিরাপত্তা একে অন্যের পরিপূরক। নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষার জন্য শ্রেণিকক্ষে ফিরতে পারি না

[print_link]