শুক্রবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিদেশ যাত্রায় বাধা: বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো সাবেক নৌবাহিনী প্রধান সরোয়ার জাহান নিজামকে

থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে পরিবারসহ রওনা হয়েছিলেন বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস এডমিরাল সরোয়ার জাহান নিজাম। কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের বাধার মুখে পড়েন তিনি।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারলাইন্সের ফ্লাইট টিজি ৩৪০ এর যাত্রী হয়ে বিমানবন্দরে উপস্থিত হন তিনি ও তার পরিবার। তবে বিদেশ গমনে নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পার হতে দেওয়া হয়নি তাদের। পরে, ভোর সাড়ে ৫টার দিকে তারা বিমানবন্দর ত্যাগ করেন।

এই ঘটনার পেছনে কী কারণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

[print_link]