উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকার আবুল কাসেম বালিকা উচ্চ বিদ্যালয় সম্পূর্ণভাবে তলিয়ে গেছে।
টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে বিদ্যালয়ের চারপাশের এলাকায় জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে। বিদ্যালয় ভবনের নিচতলা পানিতে ডুবে যাওয়ায় পাঠদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে এমন জলাবদ্ধতা দেখা দিলেও এবারের পরিস্থিতি আরও ভয়াবহ। অনেক শিক্ষার্থীর বই-খাতা ও অন্যান্য শিক্ষাসামগ্রী পানিতে নষ্ট হয়ে গেছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।