বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক আহমেদ
ফারুক আহমেদকে সরালো ক্রীড়া পরিষদ, শূন্য হলো বিসিবি সভাপতির পদ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের পরিচালক মনোনয়ন বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর ফলে বিসিবির পরিচালক পদ এবং স্বাভাবিকভাবে সভাপতির পদ থেকেও তিনি বহিষ্কৃত হলেন।
এ ঘটনায় বিসিবি সভাপতি পদ এখন শূন্য হয়ে গেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বসবেন ফারুক আহমেদের চেয়ারে।
ফারুক আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে বিসিবির ৮ জন পরিচালক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বরাবর চিঠি দেন। ওই চিঠিতে স্বাক্ষর করেন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, মাহবুব আনাম, ফাহিম সিনহা, সাইফুল ইসলাম স্বপন চৌধুরি, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম আহমেদ, মঞ্জুর আলম ও মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী। তবে আকরাম খান এতে স্বাক্ষর করেননি।
পরিচালকদের এই অনাস্থার পরিপ্রেক্ষিতেই জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে। ফলে তিনি বিসিবির সভাপতি থাকার আইনগত যোগ্যতাও হারান।
আওয়ামী লীগ সরকারের পতনের পর, গত বছরের আগস্টে ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসে। এর ধারাবাহিকতায় ফারুক আহমেদ বিসিবির সভাপতি নির্বাচিত হন। কিন্তু বছর পূর্ণ হওয়ার আগেই দায়িত্ব হারালেন তিনি।
বিসিবি সভাপতি ফারুক আহমেদকে আর দেখতে চায় না সরকার—গত রাতে এমন ইঙ্গিত দিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে ফারুক আহমেদ তাঁর অবস্থানে অনড় থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। এরপরই ক্রীড়া পরিষদ সরিয়ে দিলো তাকে।
বিসিবি সভাপতির পদ এখন ফাঁকা। নতুন সভাপতির নাম নিয়ে ক্রিকেট অঙ্গনে গুঞ্জন চললেও, সবচেয়ে আলোচিত নাম হচ্ছে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তার নাম ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। কারণ তাকে আজ রাতেই ক্রীড়া পরিষদের কাউন্সিলর করা হয়েছে।